দূর থেকে  সূর্যের পথে হেঁটে গেলে
কয়েক ক্রোশ সুড়ঙ্গ দেখা যায়
প্রতিটি সুড়ঙ্গের গায়ে অভিনব চিত্র
হাজার হাজার হাড়,কঙ্কাল আর মুখোশ
তিরতির করে জেগে উঠছে প্রতিটি শরীরের ভেতর
দূর থেকে অস্ফুট হাহাকারের ধ্বনি
সারা সুড়ঙ্গ জুড়ে  প্রতিধ্বনি হয়
নিঃঝুম পথচারীদের  অলক্ষ্যের দিকে
নিমেষেই অন্ধকার শুষে নেয়
সুড়ঙ্গে ভেসে যাওয়া  রক্ত স্রোত।