টেলিফোনটা অনেকক্ষণ  বেজে বেজে থেমে গেল।
তুমি কি আছো জেগে? আমি এখনও অপেক্ষায়
নিঝুম গভীর রাতে দাঁড়িয়ে করিডোরে
এখন ও  কি শুনতে পাও  গানের রিংটোন?


বেজে বেজে থেমে গেছে, থেমে যায় এভাবেই সব কিছু
ভালো আর লাগে না পৃথিবীর এত আয়োজন
উড়ে যায় শব্দরা রাতের আকাশে
শুধু তুমি আর তোমাতেই থেমে যায় যতিচিহ্ন


আমি তো দিয়েছি ডুব এলোকেশী ওই চুলে
চিবুক আর আঙুল ছুঁয়ে যায় ঋতুবতী প্রেম
কবিতার উঠোনে আসি, ধুলো ঝাড়ি রোজকার
খুঁজে খুঁজে ফিরি একা। বড়ো একা এই সময়।


সারাটা দিনের শেষে শিশিরের হাত ধরে
তুমি এলে, চলে গেলে, শুভ রাত্রি বলে
কত কথা জমে থাকে রাতের গভীরে
কাকে  আর বলি বলো, তুমিই তো আশ্রয়।