তুমি আমায় পছন্দ করো
তা তোমারই কথা
কিছু তুমি আমায় 'অমানুষ' ভাবো --
সেটাই কষ্টের কথা!


তুমি আমায় সহ্য করতে পারো
তা তোমারই কথা
কিন্তু তুমি আমায় তাচ্ছিল্য করো
সেটাই  কষ্টের  কথা!


তুমি আমায় ভরসা করো
তা তোমারই কথা
কিন্তু তুমি আমায় তুচ্ছ ভাবো
সেটাই  কষ্টের কথা!


তুমি আমায় বিশ্বাস করো
তা তোমারই কথা
কিন্তু তুমি আমায় 'অবিশ্বাস' করো --
সেটাই  কষ্টের  কথা!


তুমি আমায় আপন ভাবো
তা তোমারই কথা
কিন্তু তুমি আমায় 'অচেনা' ভাবো --
সেটাই কষ্টের  কথা!


তুমি আমায় ভালোবাসো
তা তোমারই কথা
কিন্তু তুমি আমায় 'ঘৃণা' করো --
সেটাই কষ্টের কথা!


তুমি আমায় সন্তান ভাবো
তা তোমারই কথা
কিন্তু তুমি আমায় যখন ছুঁড়ে দাও
সেটাই কষ্টের কথা!


তুমি আমায় অন্তরে স্থান দেবে
তা তোমারই কথা
কিন্তু তুমি যখন অবজ্ঞা করো
সেটাই কষ্টের কথা!


তুমি আমায় অনুপ্রেরণা দেবে
তা তোমারই কথা
কিন্তু তুমি যখন পক্ষপাতিত্ব করো
সেটাই কষ্টের কথা!


তুমি আমায় ছেলের আসন দেবে
তা তোমারই কথা
কিন্তু তুমি যখন অপরিচিত ভাবো
সেটাই কষ্টের কথা!


তুমি আমায় নিয়ে গর্ববোধ করবে
তা তোমারই কথা
কিন্তু তুমি যখন অপমান করো
সেটাই কষ্টের কথা।