তোমার সেই একটা রাতের শৈলী
আঁকা আছে আমার জীবন প্রবাহে
উন্মত্ত জোছনায় আমি - তুমি


সেই তো ঘর,সেই তো পাতানো বিছানা
আমি প্রতিদিন স্মৃতির ডায়েরি খুলে
যৌবন নদীর জলের আয়নায় দেখি

প্রতিটি দেওয়ালে তোমার আঁকা কথা
আমার হৃদয় আজ বেজে চলে
তুমি আছো সেই আমারই অন্তরে

এখন রাত হলে সব শূন্য মনে হয়
তোমাকে বলছি, তুমি  ফিরে এসো
রাত জুড়ে তুমি আমি আবারও সেই বিছানায়