আমাকে বিশ্লেষণ করে দ্যাখো;
আমি মৌলিক মানুষ
কখনো বিশ্লিষ্ট হতে পারি না।


আমাকে বিম্বিত করে দ্যাখো
আমি জড়ের মতো একটা জীব
কখনো রশ্মি ছড়াতে পারি না।


কি করে তোমার সাথে একাত্ম হব
দুঃখীদের কেবল দুঃখের সাথে মানায়।


আমাকে দেওয়া স্নেহ ও ভালোবাসা
তোমার মনের সংশয় দ্যাখো
আমি দুঃখ ভিন্ন অন্য কিছুর সঙ্গে
সংশ্লিষ্ট হতে পারি না


আমি তোমার কাছে প্রয়োজনে সংকুচিত হই
অথচ তোমার বিবেক প্রসারিত হয়ে
আমাকে দূরে আরও দূরে  ছুঁড়ে দেয়...