পৃথিবীর সব সুর ফেলে
চলে গেলেন বহুদূরে
তানপুরাটা স্তব্ধ হল আজ
রাগ,লয়, তানের কত সাজ।

কণ্ঠে ছিল সরস্বতীর আশীর্বাদ
বিশ্বজুড়ে  সেই মাধুরি
আকাশে বাতাসে আসছে ভেসে
পাখিরাও স্তব্ধ শেষ যাত্রার পাশে।

চারিদিক মুখর আবাল বৃদ্ধ বণিতা
সবার চোখে  ভেসে ওঠে
সু-গায়িকার অপূর্ব গানের মানচিত্র
তানপুরাটা স্তব্ধ হলেও স্মৃতি বড় পবিত্র।