মাঝে মাঝে নদীর  কাছে চিৎকার করে উঠি
মনে হয় কে যেন
বুকের উপর  বসে আছে
আঁধার  ঝুলে  পড়েছে  মুখে
শরীরের ভেতর  লুকানো তরুণ
চুম্বনের উষ্ণতা  নেয়


ধীর পায়ে কুয়াশা ভেজা  ঘাসে ঘাসে হাঁটি
বিচিত্র  আওয়াজ  আসে  ভেসে
তবুও  দেখতে  চাই


চাঁদ ধ'রে, জ্যোৎস্না ধ'রে
কলকল্লোময় আনন্দ ভরা আঁধারে


তরুণ বুকে  শুয়ে আছে
দু' একটা  নক্ষত্র ।