জনপদ মিশেছে আবরণে  ঢাকা পথে
সরলতার সুযোগে হাততালি মুহূর্মুহু
বহুধা কাজের ফতুয়া জারির সাথে
নিয়মিত  টাকার খেলা চলে বহু।


মুখেমুখে রচিত অশ্লীল হরিনাম
গোটাকয়েক  দু'হাত তোলার প্রাণী
জনতার ভীড়ে একে অপরের বদনাম
প্রতিটি অকাজে টেক্কাখেলার বাণী।


সহজ, সরলতা ঘুমিয়ে, না পাওয়ার ভয়ে
গাড়ি ভর্তি  ঘুম পাড়ানীর গানের সুরে
সভার মাঝে বর্গিরাজ বলেন নির্ভয়ে
টেক্কা  চলে আমজনতাকে নিয়ে ঘিরে।