একটা সম্পর্ক থাক, থাক কিছু স্নেহ, ভালোবাসা
একটা নদীর ঘাট থাক, কাঁধে থাক মাথা
একটা সম্পর্ক থাক, পরিচয় থাক পিতা


একটা বিকেল থাক, স্নেহময় বৃক্ষছায়ায়
একটা জানলা থাক, আদরভরা দৃষ্টি থাক দূরে
একটা আকাশ থাক, অনেক পাখি যাক উড়ে।


একটা রাত থাক, থাক জমাট বাঁধা  স্নেহাঞ্চল
কিছু জোনাক থাক, ঝিঁঝিঁর ডাক, পেঁচা
একটা সম্পর্ক থাক, পিতা পুত্রের আঁকড়ে  বাঁচা।


দু'টো ভালবাসার হাত তাতে থাক একটু উত্তাপ
একটা ক্ষয়ে যাওয়া চাঁদ থাক, কুয়াশায় ঘিরে
বাবা ও ছেলে থাক , যেন হাঁটা যায় হাত ধরে।