১.
ইচ্ছেকথা


অপূর্ব  তোমার মানস শৈলী
রোজ একেঁ যাও বিচিত্র কোলাজ
অদ্ভুত  শব্দ সখা তোমার ইচ্ছে কথা
মেঘেরা এসে বসে তোমার পাতানো  আসনে
কত  অপেক্ষা রাত জেগে  
তোমার সুমধুর আলিঙ্গনে


জড়িয়ে  খুঁজেছি
তোমার স্বাদের  ইচ্ছেকথা।


২.
প্রতিটি দিন যেন নববর্ষ


ভুগোলের আত্মকথন পাঠকের  কাছে  নববর্ষ
যেখানে  শুরু হয় দিন গণনার  সময়
বিভ্রান্তি ছড়ায় কদাকার  ভাষা
লৌকিক অজুহাত নতুন  নতুন  শব্দ খেলে
ভয়ভীতির নৌকায়  চড়ে ফিরে যায় সরলমন
দিনের শেষে  মৃত্যু  মিছিল


পরিসংখ্যান দিনের  হিসেবে  


প্রতিটি দিন যেন নববর্ষ!


৩.
দেখা হলো না


হিসাব মেলেনি
নিঃশ্বাসে ও বুঝিনি।


শেষের খেয়ায় প্রলাপ দ্বন্দ্ব চিত্রগুপ্তের কলমে
সাওয়াল মেলেনি।


পরিসরে পরমেশ্বর
দূগ্গা বাড়ির দারোয়ান
সে দিনের দরজা খোলেনি।


আর কতক্ষণ...
বলহরি হরিবোল
এইতো বিরহের কাহিনী।

নিঃশ্বাসে বিশ্বাসে
আজও হিসেব মেলেনি।
...............................