১.
ছাই


সংগ্রাম শক্তিপক্ষ ভিন্ন পোশাক
লাল, নীল,  হলুদ প্রজ্বলিত দিন
প্রতিভার জাল উত্তাপ - হিংস্রতা
দূর্বল  প্রাণে সঞ্চিত আশা দ্যুতি


আগুনখেলা জীবনের গায়েগায়ে
দিন শেষে  ছাই শুধু  শক্তিতে ।


২.
বৃষ্টি ভেজা  রাত


তোমার কাছে সাম্রাজ্য ভাসে
কিলবিল  জনতা হতভম্ব চোখে
সাজানো  ছায়ায় জীবন জুড়ে
একে একে  রণক্ষেত্র  নীরবতা


জোরালো কঠিন ছায়া ঘুরে
সময় শুধু  বৃষ্টি ভেজা রাত ।


৩.
শরীর


ক্ষত শরীরে  আঁকা  আমি
ভেজা  বাতাসে  তোমার বাড়ি
লজ্জিত  মুখ  গোপন  ঢেকে
হাঁটা  পথে মুখোশ  পরে


অতৃপ্তির স্বাদ  অজান্তে  পরখ
শরীর  জোড়া মাত্র অভিনয় ।