১.
ইচ্ছে ভিক্ষে


সেই কবেই লাঙ্গলে হাল দিয়েছি
কটা জমির পরে আমার জমিনে
রোদ, কাদা ঘেঁটে ঘেঁটে  মৌন ঘোলা জল
আমাকে দাও একমুঠো পান্তা আর একটু নুন
এতোদিন সোজা দুঃখ মায়ের আড়ালে
এবার তাই সরাসরি ঘাস, বাঁধ, ফাঁকা মাঠে


মায়ের করুন কথা ঘোলা জলে আঁচড় মারে
পা টিপে টিপে ভাগ বসাই
মায়ের সাথে ইচ্ছে ভিক্ষে।


২.


দাঁড়িয়ে


সময়ের ভেতর তোমাকে দাঁড়িয়ে দেখি
তুমি রোজ ভেঙে ভেঙে টুকরো করে দাও
উদাহরণ রাখো না তার
সময়ের ভেতর তোমাকে  দাঁড়িয়ে দেখি
যেভাবে তুমি ভাঙতে ভাঙতে  
জীবনের শানপুকুরে ভেসে  ওঠে
সবাইকে ভাঙতে বলো
সেইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে
তোমার  বর্তমান, ভবিষ্যতের
উদাহরণ   আমি।


৩.


উচুতে কিছুক্ষন


আবেগের খোলস ছেড়ে গেছে আজ
তোমার ভাবনার বীজে পোকা ছিলো বেশ
অজানা নামে পোকাগুলো এদিক সেদিক হাঁটে


তুমি এখন অনেক   সময় পেরিয়ে
তোমাকে চলে যেতে হবে
চলে যেতে হবে
যেখানে বিরোধিতা করেছিলে