১.
বোধ



টাপুর টুপুর বৃষ্টি  পড়ে
    এই ঝড়েতে  রিক্সা  আসে
বৃষ্টির মধ্যে মহিলা যাত্রী
      রিক্সার সীটে  উঠে বসে।


বৃষ্টির গতি বেড়েই চলে
    ভিজতে থাকে রিক্সাচালক
ছাতা ধরে এগিয়ে বলে
     ছাতার মধ্যে  ধীরে  চালক।


চালক আনন্দে গান ধরে
     বৃষ্টিতে মহিলাটি ছাতা ধরে
এই বোধ  আসুক সবার চাই
     মানবিক বোধ যেন সবার ফিরে।



২.
আতঙ্ক



পাহারা, চেকিং, ঘণ্টা বাজে
সুধার  পাত্রে বিনিময়  আনে
কষ্টে বুক ফাটে শরীরে রক্ত সাজে
আগ্রহী পরমায়ু সময়  জানে।


খেয়াল ঘেরা আতঙ্কের সিঁড়ি
সময় ভাসায় কত শূন্যতাকে
চারদিকে ছড়িয়ে প্রতিশ্রুতি  ঘিরি
বিশ্বাসে রক্তের দাগ মানবতাকে।


আতঙ্কে  ঘণ্টার প্রতিধ্বনি অঙ্গ জুড়ে
বাতাসে ভাইরাস জ্বলে গ্রাম - শহরে ।



৩.
নদীর গান



নিশিযাপন  নদীর জলে গান
ধ্রুপদী নৌকো বুনে চলে সময়
জলের খেলায় মাতে জ্যোৎস্না যান
নৈঃশব্দ্য  রাত্রি ছড়ায়  আলোয়।


মাঝিরা কোলাজের সংকেত পায়
নদীর  স্রোতের প্রতিটি ইশারা
সুমধুর ঢেউ খেলা স্বচ্ছ আলো চায়
তুমুল জলের দ্বন্দ্ব, মাঝিরা দিশাহারা।


রাত্রির  কোলে প্রভাত আয়না
নদীর জলে কত সুর তোলে বাজনা।