১.
খবর



হাইরোড়ের  ধারে রোদ্দুর  মাথায় শুয়ে
এলোমেলো কয়েকটি  মুড়ি চারদিকে  ছড়িয়ে
ভি আই পি গাড়িতে কয়েকটি লোক চলে যায়
ফুটপাত কাঁদে লোকটার খবরের আশায়।


আমিও  সব দেখতে  থাকি, তখনও  অসহায়
অযত্নে  মানুষের  কর্তব্য দাঁড়িয়ে  রাস্তায়
হঠাৎ খবরে  কয়েকটি সদস্য কাঁদছে  শোকে
ভাবতে  থাকি নিয়তি কাঁদে দুঃখে ও সুখে।



২.
ফাগুন মনে


ফাগুনের বনে রাত জ্যোৎস্না আনে
আজ আমি একা শুধু উজ্জ্বল মনে
বসন্ত প্রেম লাগে নদীটার পাশে
কত পাখি উড়ে যায় ধানসিঁড়ি শেষে।


আজ তবু অদ্ভুত জিজ্ঞাসা  আনে
ফাগুনের  হাওয়ায়  ভাসে তার প্রাণে
পলাশের বনে বনে কত রঙ ধরে
ফাগুনের  প্রেম শুধু  মানুষের  তরে।




৩.
পরদেশী


ভোরের আলোর পাশে দাঁড়িয়ে  
পরদেশী  সূর্য
দরজার  বাইরে একমুঠো  স্বচ্ছতা
ছড়িয়ে ঠিক সত্যের  মধ্যে
যা কিছু টান তা সহজ শব্দে
বাতাসের মতো  ভাসমান  আমি
নিষিদ্ধ  শরীরজ্যোতি  ছুঁয়েছে  
সত্যের চেয়ে বেশি


আমি সেই ভোরের আলোর পাশে
দেখেছি এক ষোড়শী কন্যা  
রূপ-লাবণ্যে  আকৃষ্ট  পরদেশী