১.
মধ্যবিত্ত  তারার আদলে


কোনো কিছু  তোমাকে সে ভাবেই বলিনি
ঠিক বলা হয়ে ওঠে  নি
ভাঙা বৃষ্টির গন্ধ, আলসে সূর্যের  শয়ন
ফোঁটা  ফোঁটা জলের টীকা
আবছায়া নিমন্ত্রণ
হাল্কা বাতাসে ভাসে  আধটু ভালোবাসা
বারান্দা আর উঠানের  মাঝখানে নির্জন  রাত্রি


ঠিক যেন সাজানো  মধ্যবিত্ত  তারার  আদলে।


২.
বিষণ্ণ  হাতে



দীর্ঘদিন  তেমন  কোনো  কথা বলছি না
কেন তা হয়তো  সবাই জানে। হাসপাতালে বুকের ব্যথারা ব্যস্ত  ছিলো
তুমি হয়তো  কয়েকদিন ধরে মুখ ফিরিয়ে নিলে।


প্রতিটি  রাত ছিলো  মৃত্যুর  পরোয়ানা
নিজেকে  খুঁজে পাইনি  এক মুহূর্ত   হলেও
ভুলে  গেলে  তোমার গড়া  এই সম্পর্ককে
বেঁচে  যখন  ফিরি ভেবেছিলাম  সঙ্গী পাবো তোমাকে।


অর্ধেক  বিষণ্ণ হাতে দাঁড়িয়ে  তোমার  পায়ের কাছে
কিছুটা সংশয় মনে, তবুও তোমার স্নেহ  এখনো মনে আছে।



৩.
জীবনছবি


না যদি তোমাকে মেনে চলি
নিশ্চিত তুমি মেনো না
দিন আনি দিন খাই তাও বলি
আমার চাওয়াটা নিশ্চয়ই জানা।


তোমার সংকোচে  ভেঙ্গেছে মন
সংশয় শুধু প্রশ্ন করার
কত-শত অভিমান পেয়েছি যখন
স্নেহের ময়দানে দেখি আবার।


আমি তোমার প্রহরী  হতে চেয়েছি
রাত কিংবা  দিনে পাই স্নেহময় ছায়া
জীবনছবি তে তোমাকে তুলিতে এঁকেছি
উন্মুক্ত হৃদয়ে পেয়েছি তোমার মায়া।


কতদিন  কাটবে না এই সংশয়?
তোমার জীবনছবি আমারই মতো  হয়।