#
সাথী


সামান্য চাওয়া ভরসা করে
বর্ণের গহীন অন্ধকারে
যেখানে অবলম্বন   শুধু বর্ণ সাথী।


#  
    
সাবধান


অনেকদিন  ভালো শব্দ আসেনি
রাত জেগে, দিন হেঁটে অস্থিরতা
কবিতার দাঁড়িপাল্লায় চোখ রাখার সাবধানতা
নিজেকে  এগিয়ে যাওয়ার পরামর্শ।



#
    
বৃষ্টি


হাঁটার শব্দ
ক্রমশ পায়ের চিহ্ন পড়ে
আসলে সবুজ মনের সাফল্যের শ্রম
মেঘ- বৃষ্টির থেকেও
কবিতাকে বাঁচিয়ে চলে
শব্দ-বৃষ্টি শুধু  কবিতায়।