তুলনা করতে করতে তুমি বড়ো বাড়ির দরজায়
ঠিক প্রবেশ পথের আগে  
তোমার ছায়া, অনবরত গায়ে গায়ে


যেখানে পাহাড়ের উপর  সূর্যের আয়নায় মেশে
একদিন ঘোর অমাবস্যায় ডুবে যেতে
সেদিন তোমার  তুলনার  শেষে
পর্যাপ্ত করুণা ছিলো হৃদয়ে


আজ তোমার থেকে আশাহীন ভাবে
এলোমেলো পথ খোঁজে
তুলনা করতে করতে তুমি নিজেই
তুলনার বিজ্ঞাপনে


যেমন জোছনাও জানে  তার ঠিক মানে...