তোমার কাছে আমার শেষ আশ্রয়
এ খবর কারো অজানা নয়
তোমার হৃদয়ে  একাকিত্বের জ্যোৎস্না
সুন্দরের প্রকাশ ছিল তাই দেখেছি।

তোমার বলা কথাগুলো  তোমাকে
কি করে বোঝাই যে আমার মনের হাহাকার
তোমার  চোখের ভেতরে ছিল  
আমার বেঁচে থাকার স্থায়ী ঠিকানা