যতদূর এসেছি,
যতটা বড় হয়েছি
এটাই যথেষ্ট
এখন
তোমার কাছে ফিরতে চাইছি।


আর এগোতে চাইনা,
বড়  হতেও চাইনা
শুধু
তোমার  কাছে ফিরতে চাই
আমাকে ফিরিয়ে দিওনা।


জানি  মনের এই গলিপথে
ছায়ায় ক্রমশ সরু হতে হতে
শূন্য অভিমুখে
ঘনীভূত হচ্ছে অভিমানের মেঘ
তবুও তোমার কাছে ফিরতে চাই
স্নেহের শেকড় হৃদয়ে তোমার সাথে।


কোন এক অজানা ভয়ে
তুমি আছো সংকুচিত হয়ে
মৃত্যু হচ্ছে মনুষ্যত্বের
অমানুষতা
গিলে খাচ্ছে মিথ্যার  অহংকারে
তবুও তোমার কাছে ফিরতে চাই
তোমার নিজ পুত্রের অধিকার নিয়ে।


তোমার  সহজাত বিশ্বাস ঘিরে
ব্যবহার হচ্ছ নানান চক্রাকারে
বিশ্বাস ছিঁড়ে খাচ্ছে
মানুষরুপি চিল শকুন
তবুও তোমার কাছে ফিরতে চাই
সরল মানবতার সূত্র ধরে।


মন ভারাক্রান্ত হলে
মাথা রাখি তোমার কোলে
তুমিই উৎসাহ ও প্রেরণাদাতা
তাই তোমার কাছে ফিরতে চাই
চিরন্তন এই সম্পর্কের বলে।


তোমার কাছে ফিরতে চাই
স্নেহ ও ভালোবাসা যতটুকু পাই
আদর্শ মাথায় রেখে
নি:স্বার্থের সাগরে
তবুও তোমার কাছে ফিরতে চাই।


সন্দেহের তীর বিঁধছেআজ
লাভ চিহ্নের  নতুন নতুন সাজ
তবুও কারোর মন
বিষবাষ্পে ঝলসে যাচ্ছে
আমার কাছে মনের দহনে
কষ্টের সুর বেজে ওঠে বীণার তারে
তবুও তোমার কাছে ফিরতে চাই।


তুমি হাত বাড়িয়ে  ডাকছো আমায়
পিতার অধিকার দেওয়ার ভাবনায়
সেই আশায় ছুটে চলে
তোমার  টানে মনের কাছে
তবুও তোমার কাছে ফিরতে চাই
তোমার ভালোবাসার আয়নায়।