অনেক ভেবে দেখেছি— আমি আসলে
তোমার কাছে মূল্যহীন
যে নাকি সারাজীবন ধরে শুধু একটা
অন্ধকারে স্নেহের পরশ খুঁজে বেড়াচ্ছে


যদিও সময়কে সাক্ষী রেখে কথা দিয়েছিলে
একে অপরের প্রতি বিশ্বাস রেখে
অনন্তকালের এই প্রতিজ্ঞা


তবুও তোমার কাছে কখনো কখনো মনে হয়
আমি সম্পূর্ণ অপরিচিত
কেউ যেন এই সম্পর্ক জেনে
দু'হাত তুলে নেচে উঠে
তোমার চোখে ও মুখে ভেসে ওঠে
সত্যি কারের অচেনা মানুষের ছায়া


আমি সেইটুকু স্নেহ  নিয়ে
গভীর অন্ধকারে ডুবে যাই
চিরন্তন ঘুমের ঘোরে।