আমার পরিশ্রান্ত রক্তে ও ঘামে
দিন ফুরিয়ে যখন রাত্রি নামে
তোমাকে দেখি আমি,ধ্রুবতারা
আলোকিত হাজার তারার মাঝে।


সময়ের পর সময় হারিয়ে যায়
নদীর স্রোতে বয়ে যায় কত জল
দাদার হৃদয়ে তুমি বেঁচে আছো আজও
কয়েক বছর আগে যেমনটি ছিলে অবিকল


বদলে গেছে দেশ,কাল,আর মাটি
বদলে গেছে দেশের মানুষজনও
আমরা ভুলেছি কোনটা যে ভুল ঠিক
তুমি রয়ে গেছ সেবিকার আসনে প্রাসঙ্গিক।