যে আলো ছড়িয়েছিলে শুরুর সময়
পূর্ণজ্যোতি  দীপ্তি  তোমারই সৃজনে
এনেছিলে সাথে করে  কালের প্রণয়
কঠোর সাধন ব্রতে সাধকের নির্মানে।


তোমার সাহিত্যের শরীরে  অনন্ত বলয়
তোরণ খুলছে যেন আদি মহাকাল
সেখানে প্রবেশ করে  দেখি বিশ্বময়
সাহিত্যের  কোণে কোণে দিয়ছো যে পাল।


তোমার সৃষ্টির সুর সবাই মনে রাখে
এসেছিলে কবে সেই সবার নির্ভর
যখন সাহিত্যের কুঁড়ি ফোটেনি  সাহিত্য শাখে
এনেছিলে সাথে করে এই বিশ্বের ভর।


ঈশ্বরের বেশে এসেছিলে বৈশাখী আকাশে
তোমার জন্মদিনে ভরে যায় সৃষ্টির বাতাসে।