বৃষ্টি ভেজানো বিকেলের ছায়া নামল পথে সদরের জমিতে
সবুজের শোভা ঘিরে
জেগে ওঠে ফোঁটা ফোঁটা শিশির বিন্দু
আজ রবি ঠাকুর আসবেন প্রথম আলোর পথে
অমৃতময় গান পাখির মত গেয়ে উঠলো এই,
অরণ্য - পর্বত পথঘাটের পাশ দিয়ে আজ
সেখানেই ভাসছে যুবতীর কোমল পরশের গন্ধঃ
ঘুরে ঘুরে আসছে  বারবার
কিছুটা সময় পরে বিষণ্ণ মেঘে বিদ্যুতের রাশ—
আবেগে চমকায়, দশমিক
এসবের ভিতরে তোমার যাত্রার ধুমধাম  হাজার
কবিতার আলোতে প্রাঙ্গন—
ধুলোবালি মাড়িয়ে আমরা উৎসবে মিশি,অভাবনীয়
সেই সুর মনের ভেতর বেজে চলেছে
উৎসবে উৎসবে জড়িয়ে আলো জ্বলে ওঠে —
লোকেরা দলে দলে ভিজে ভিজে আসে
প্রতিক্ষায় ভিড় করে আসার সহজ অনুভূতি আবেগে অক্ষরে
অক্ষরে পূর্ণ হয়ে এল
বাতাসের ঝিলিকে বৃষ্টিতে ভিজে
কারা যেন কবিতার ফাঁকে  রবীন্দ্রগানে মেতেছে সুরের স্পন্দন তুলে
হৈ হৈ জনতা - তখন হাতে হাতে  পা আর গলায় ফুল  ছড়িয়ে দেয়
তোমার কবিতায় তখন উজ্জ্বল আলো ভেসে ওঠে
আমার চোখে সেই আলো,তুমি গুরু রবীন্দ্রনাথ।