তোমাকে সামনে দেখলেই
তোমাকে আমার কবিতা মনে হয়,
লিখে ফেলি  অক্ষর ,শব্দ ,
ছন্দের শৃঙ্খল,
এক এক সময় সেই অর্থ তোমাকে ঘিরে
তোমার স্নেহের পরশে
অচেনা মহাদেশ জেগে ওঠে।
তোমাকে সামনে দেখেই
আমার কবিতার বর্তমান ও ভবিষ্যৎ
এক লহমায় পড়ে ফেলতে থাকি,
চারপাশের পৃথিবীটাও তখন
পাল্টে যেতে থাকে
সব বন্ধন ছিঁড়ে গেলেও
তখনও তোমাকে পড়তে পড়তে আমি
নিজেও পাল্টে যাই
তোমার সাথে একমাত্র সম্পর্ক
যে বন্ধনে  আমি  হয়ে যাই কবিতা


শুধু তুমি আমার উৎসাহ ও অনুপ্রেরণার
কবিতার উৎসস্থল।।