তোমার ইচ্ছেগুলো  শুধু প্রয়োজনের
তোমার মনে কু হাঁটে
স্বার্থে শরীর ও পা
দারুণ গ্রীষ্মে,প্রবল বর্ষায়,ভীষণ শীতে
তুমি স্ব-অধিকারে জেঁকে বসো
তোমারই ছেলেপুলে নিয়ে


শরীর খারাপ হলেও
তোমার সেবাতে ব্যস্ত
চমৎকার তোমার বুদ্ধিদীপ্ত মেধা
সেখানে  অন্যকোন ব্যাপার থাকতে নেই — তাই না?
অথচ তোমার পাশে থাকলে
আতঙ্কে কাটে রাত
মনের ছায়ায় তৃপ্তি পাও তার কাছে
তুমি ভালোবাসা বোঝ না


শুধু
তুমি তো প্রয়োজনে যাও।