তুমি বলেছিলে তোমার খুব শূন্যতা লাগে,
আমি বুঝেছিলাম তোমার একাকিত্বতা;
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে 'সমুদ্রের জোয়ার কেমন দেখো?'
আমি বুঝেছিলাম তোমার মনখারাপ ;
তুমি বলেছিলে তোমার কষ্টের কথা
আমি বুঝেছিলাম তুমি সন্তান চাইছো।
তুমি বলেছিলে " আমাকে সারাজীবন বুকে আগলে রাখবে"
আমি বুঝেছিলাম তুমি বাবা ডাক শুনতে চাইছ।
তুমি বলেছিলে " অন্ধকার আমার বড্ড ভয় হয়''
আমি বুঝেছিলাম, ছেলেকে আদর করতে ইচ্ছে করছে ;
তুমি বলেছিলে সমুদ্রে যাবে
আমি বুঝেছিলাম, ছেলের হাত ধরে হাঁটতে চাইছো:
তুমি বলেছিলে, 'আমার রান্না করতে ভালো লাগে।"
আমি বুঝেছিলাম, তুমি ছেলেকে কোলে তুলে খাওয়াতে চাইছো:
তুমি বলেছিলে, তোমার লাল রঙ প্রিয়
আমি বুঝেছিলাম, তোমার আনন্দ হচ্ছে।
তুমি বলেছিলে বুকটা ভীষণ ফাঁকা
আমি বুঝেছিলাম, তুমি  ছেলেকে বুকে আগলে রাখতে  চাইছো:
তুমি বলেছিলে,তোমার কবিতা ভালো লাগে না।
আমি বুঝেছিলাম, তুমি প্রতিবাদ করতে ভালোবাসো।
তুমি বলেছিলে,তোমার ঘুরতে বেশ লাগে
আমি বুঝেছিলাম , তুমি ছেলেকে হাত ছাড়া করতে চাইছো না।
তুমি বলেছিলে,ছেলেকে না দেখে থাকতে পার না
আমি বুঝেছিলাম, তুমি প্রতিদিন ফোনে চাইছো।
তুমি বলেছিলে,দিন রাত ঔষধ খেতে হবে
আমি বুঝেছিলাম, তোমার সেবা চাই।
তুমি বলেছিলে,"আমার সর্বক্ষণে সঙ্গী চাই।'
আমি বুঝেছিলাম, তুমি বন্ধু চাইছো।
তুমি বলেছিলে, "আজ শরীর ভালো নেই,তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে।"
আমি বুঝেছিলাম, তোমার ছেলের জন্য যেতে চাইছো।
তুমি বলেছিলে, "আমার এক প্রিয় বন্ধু আছে।"
আমি বুঝেছিলাম, তুমি উল্লাস চাইছো।
তুমি বলেছিলে "আমি ছেলে ও বন্ধু দুজনকে চাই।"
আমি বুঝেছিলাম, তুমি স্বপ্ন দেখছো
তুমি বলেছিলে, 'আমার সন্তান যেন সুখে থাকে"।
আমি বুঝেছিলাম, তুমি দূরে সরিয়ে দিতে চাইছো।


তুমি বলেছিলে, "সারাজীবন ছেলেকে ঘিরে বেঁচে থাকবে "
আমি বুঝেছিলাম,  আমার বাবা-ই আমার শ্রেষ্ঠ পৃথিবী।