তুমি যেভাবেই চাও,সেইভাবেই হবে
আমি আস্তে আস্তে সহজেই সরে যাব অনেক দূরে
এখন একটু ফোন করো
ভয় নেই সরে যাব অনেক দূরে...


সমুদ্র যেখানে ঠিক পাহাড়ের গায়ে এসে মেশে
রাখাল বালক যখন  দুপুর রোদে গাছের ছায়ায় এসে বসে
ঠিক এমনই আমি তোমার কাছে আশ্রয় চেয়েছিলাম
তোমার হৃদয়ে সেদিন জেগে উঠেছিল - উঠেছিল পিতৃত্বের স্বাদ
আর
ছেলের কাছে বাবা ডাক
এমন স্নেহমাখা হাতদুটো ছিল তোমার
তুমি আজ আমায় চাও না জানি
চলে যাবো দূরে, অনেক দূরে


তুমি আর একবার ফোন করো
আমার অস্থিরতা জেনেও তুমি চুপ করে থেকো না


তুমি যেভাবেই চাও, সেইভাবেই হবে
আমি সহজেই আস্তে আস্তে সরে যাবো অনেক দূরে
শুধু এখন একবার ফোন করো।