আকাশের বাতিগুলো শেষ রাত অবধি
হীরক রাজার দেশে- র চূড়ায় চুড়ায়
কোটি কোটি মানবের হাত - সোনার কেল্লায়


আমার ভালো লাগার সিঁড়ি ভেঙে জলসাঘরে
তুমি হেঁটে যাচ্ছ ব্যোমযাত্রীর ডায়েরি হাতে
সুদূর মহানগরের পথে।


অগণিত নক্ষত্রের  মতো  জ্বলে আছো
আমার চেতনায়  চেতনায়
এখনও  সেই ছোট্ট  অপুতে...