তোমার ঠোঁট থেকে  অক্ষরগুলো  নেমে আসে
ভালোবাসার ধারা বেয়ে
বিশ্বাসের গভীরে  সময়কে নিয়ে যাই
শব্দের মহাপ্রস্থানে
পবিত্র ভাষা জলে কবিতার ছায়া
দৃঢ় প্রত্যেয়  মিশে যায়
শব্দ রঙের অভিঘাতে


ঠোঁটে ঠোঁট শব্দ কথা
তুলে নেয় শব্দ ঘরে
রাঙা রাজপথে রক্ত প্রবাহ
ভাষা জোয়ার এসে থামলে
উপেক্ষিত হয় অলৌকিক শব্দ নগরে।