টাকার ঝড়  উঠছে এবার
জমে উঠেছে খেলা
গ্রাম - শহর  বেজায় খুশি
বুদ্ধিজীবীরা ভয় পাচ্ছে বেশি।


ওদের নাকি খুব দরকার
প্রচারটা বেশি
ওদের লেখায় টাকার গন্ধ
করছে সবাই সন্দ।


কে রুখবে এবার ওদের
রয়্যালটির টাকার ঘরে
স্তাবকতা ঘুচবে যে এবার
পুরষ্কারের ভীড়ে জেরবার।


পথ জুড়ে আজ বেকার যুবক
চাইছে ন্যায্য অধিকার
শাসকেরা টাকার ঘরে
থাকে দরজা বন্ধ করে।


কত কান্না আসে ভেসে
ফুটপাতে আর রাজপথে
বুকের ভেতর কষ্ট ভীষণ
ঝড় আসছে যে দারুণ।