হাত বাড়িয়ে  তেরঙ্গা পতাকার দিকে দাঁড়িয়ে
বুট পরা পায়ের শব্দ সহজে মেখে নিচ্ছি বুকে
হিসেবহীন মানুষের বুকে রক্তাক্ত বিবর- বিলাসী হিংসা
কঠিন ভাবে খুঁজি জীবনের সমস্ত পরমায়ু
তেজোদ্দীপ্ত আমার দেশকে ভয়,প্রতিবাদ, পরিচয় বাণী শেখাই
উদীপ্ত সাহসের পথে
উজ্জ্বল আলো উঠে আসছে
বুকের  ওম থেকে  নামিয়ে আনি শেষ লয়

কতগুলো হাত মিশে যাচ্ছে কালো আকাশে
মেঘের পাশ দিয়ে সুরু চাঁদ
প্রাণের আবেগে অস্থির
তবুও দূর ভবিষ্যতের দিকে চেয়ে চেয়ে দেখি
তোমার - আমার ইতিহাসের দিকে
কারা যেন হাত বাড়িয়ে বলছে...
উত্তর দাও!