একটা গোটা মনের পরিবর্তন হলে
হৃদয় শূন্য হয়ে যায়

বছরের পর বছর ঘিরে মায়া নেমে এলে
জন্ম নেয় নতুন অনুভূতি
জেগে উঠে ধারনের মুহূর্ত
নিশ্বাস ভরে গ্রহণ করবে তুমি
অনেক প্রত্যাশার ভিড়ে
তোমাকে ফিরিয়ে দেবে
আমার ঝরে যাওয়া হৃদয় মিছিলে
বাতাস শিস দিতে দিতে দোলে

তোমাকে ফিরে পাই নতুনভাবে...