স্বপ্ন ফেরির ঝুড়ি হাতে
এগিয়ে যাচ্ছে গোধূলি বিকেল
একটু পরেই সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ
ভাগ্যরেখার পশরা সাজায়


লাইনে একের পর  এক হাতবাড়িয়ে
হস্তরেখা বিচারে একটু হাত নাড়িয়ে
ভাগ্যপথ বিক্রিতে ব্যস্ত গ্রাম- শহর


উঁঁকি মারছে লোকগান
কিছু পরে নীল, গেরুয়া,লাল কোলাজ


রেলিং ঘেরা দুই প্রান্তে পিছিয়ে যাওয়া স্বপ্নে
ভাগ্যপথ খালি গায়ে


নিঃস্ব কুয়াশার ছায়ায়।