রক্তের সম্পর্কে দাদাদের হৃদয়  
ভাইয়ের জন্য চড়া
নিঃশব্দে  ভাই হেঁটে চলে সম্পূর্ণ একা
যার হৃদয়ে পরিপূর্ণ  শ্রদ্ধা  
সারা শরীর জুড়ে  সমুদ্র স্রোতের ন্যায় বয়ে যায়
শুধু খুঁজে বেড়ায় স্নেহ ও ভালোবাসা
অগাধ বিশ্বাস নিয়ে মিশে যায়
চেনা ও অচেনা মানুষের ভীড়ে
সময় সরে সরে যায়
একটা সরল মনে আশ্বাস দেয়
দিন, মাস,বছর ধরে স্বপ্ন দেখায়
দাদা হওয়ার গল্প শোনায়
একটা পবিত্র বন্ধনের প্রতিশ্রুতি
ভাই হওয়ার কল্পনায় রাতগুলো জেগে থাকে
প্রতিটি প্রতিশ্রুতি  ঝোড়ো হাওয়ায় উড়ে যায়


তবুও ভাই লিখে যায় —
অজস্র স্নেহের লিপি।