রাতের খাওয়ারের থালায় সম্পর্ক মিশিয়ে দিই
কতবার ভেজা-ভেজা মনে অব্যক্ত অক্ষর
ভাতের থালা থেকে খুঁটে খুঁটে খাই
আর চোখের সামনে সম্পর্কের রূপ বদল দেখে
আমি মধ্য রাতে বিছানার একপাশে
শব্দ দিয়ে  কবিতার কোলাজ নির্মাণ করি
ভাতৃত্ববোধ তোমার চোখে সেই রাতে দেখি
আর কয়েক যুগ আগের  এই সম্পর্কের
আবার নতুন মোড়ক উন্মোচন করি...