কথা দিয়েছিলে
ভালো রাখবে বলে


এমনই কথা
একে কি আর ভালো রাখা বলে


সারারাত গভীর অন্ধকারে
তোমার ফোনের অপেক্ষায় জেগে
চোখের জলে কেটে যায় কত রাত্রি


সকাল তখন অন্ধকার মেখে
দু:খজলে কোলাজ এঁকে চলে
পূর্ণ মায়াবন্ধন


এমনই থাকা
একেই কি আর ভালো রাখা বলে
তোমার কাছে বাঁচতে চাওয়া  
মৃত্যুর পথ দেখাও


এমনই কথা
যে কথা ফুরিয়ে যাচ্ছে
নির্ভুল মনের ছায়ায়


কথা দিয়েছিলে
ভালো রাখবে বলে
যেটুকু সুখ যেভাবেই দিয়েছিলে
সেইটুকুতেই আমার ভালো থাকা
আর বাকিটা প্রায়শ্চিত্ত।।