সন্তর্পণে এগিয়ে যাচ্ছি সমুদ্র সৈকত ধরে
সন্ধ্যাকালীন  আলোর আভাস এসে পড়েছে
সমুদ্র জলে
এক একটা ঢেউ তার  নিজের মতো করে
এগিয়ে এলেও মিলিয়ে যায়
অবাক দৃষ্টিতে আকাশ  দাঁড়িয়ে দেখছে
আমিও  ক্রমশ  আরও এগিয়ে যাই
অব্যক্ত ভালবাসার  টানে
যেখানে সমস্ত রাত ঘিরে
বৃহৎ ভালবাসার জন্ম হয়
আবারও জোয়ারের জল এগিয়ে আসে
প্রতিটি ঢেউ তুলে নিয়ে যাচ্ছে
আমার ভালবাসাকে
সেখানে আর  একজন   ভাগ করে নিচ্ছে
আমার সারাজীবনের  হৃদয়ভরা ভালবাসাকে।


আমি সরে আসি —
ক্ষোভে, যন্ত্রণায়, আর্তনাদে
তাকিয়ে থাকি
আমার ভালবাসা ভাগ হয়ে গেল দেখে...