১.
১২ই আগষ্ট ২০২২


হঠাৎ চোখ পড়লো
ফেসবুক আয়নায়
একটা সরল পুরুষ  
আমাকে আহ্বান করে
আমি সরাসরি প্রশ্ন করি
ভালোবাসা ঘিরে...


একটু একটু পরিচয় বাড়ে
ক্রমশ জড়িয়ে পড়ি ঘন সম্পর্কে
তার শরীরে  বয়ে যাওয়া বন্যার কথা
আমার শরীরে  রেখে দেয় খোপেখোপে
একটা বিশ্বাস  বড়ো হয়ে ওঠে
যা পরের দিনের আহ্বানে...


২.


১৩ই আগষ্ট ২০২২


সারারাত  জিজ্ঞাসা আসে মনে
আমার ভেতর ও বাহির জুড়ে
একটা সম্পর্ক ঢেউ খেলে
শুধু ভ্রাতৃত্ব...
দিন রাত ঘিরে  উন্মুক্ত
ভিডিও কলে এক পশলা মায়া বাড়ে
চোখে তার ভালোবাসা ছুঁয়ে  যায়
শুধু কয়েকটি দিনের অপেক্ষায়...


৩.
১৪ ই আগষ্ট


বারবার তাকিয়ে  বহু প্রশ্ন
ভালোবাসার আগে পরে তা যেন যায় ঝরে
দিন শেষে সন্ধ্যা হয়
ক্লান্ত সূর্য  সমুদ্র জলে হেঁটে যায় ঘরে
আমিও তার সাথে সাথে পৌঁছে যাই
নতুন সম্পর্কের এক দুয়ারে।


৪.
১৫ই আগষ্ট


পরিচয়ের অপেক্ষা শেষ
বুকের ভেতর অগাধ বিশ্বাস নিয়ে
সন্ধ্যায়  সৈকতের আনন্দ নিয়ে
তোমার নীড়ে  অবাধ ভালোবাসার
বাঁধনে বাঁধলে নিবিড় সম্পর্ক
যাকে ঘিরে তোমার আমার
সারাজীবনের পথ চলা
তোমার  একাকিত্বের সময় ভাগ করে নিই
সারা রাত মুহূর্মুহু  তুমি
একটা ছোট্ট রূপকের আড়ালে  
আমার চোখে চোখ রেখে  
তোমার ভবিষ্যতের স্বপ্ন  বুনে ছিলে।


৫.


১৬ই আগষ্ট


সকালের সূর্য  তখনও  ওঠে নি
ভ্রাতৃপ্রেমের শপথ নিলে
সমুদ্র ও সূর্য সাক্ষী রেখে
আমার অতীত,  বর্তমান ও ভবিষ্যৎ
তোমার কাছে বন্ধকি রেখে
একটা নতুন  দিনের  স্বাদ নিই
বেঁচে থাকার নতুন মন্ত্রে।


৬.
১৭ই আগষ্ট


তোমার দেওয়া কথাগুলো  যেন
নতুন দিগন্তে টেনে নিয়ে যায়
আমার কানে বাজে মুহূর্মুহু  তোমার কণ্ঠস্বর
কত আশা আর ভালোবাসা দিয়ে  
দিনটি রাঙিয়ে দাও
কত সহজে  তোমাকে দেখি আর
তোমার দুঃখকে ভাগ করে নিই
আমি আমার সংসারের  হিসেব খাতায়।


৭.
১৮ই আগষ্ট


অভিভাবক হয়ে পৌঁছে গেলে আমার সংসারে
সব কিছু ভাগ করে নিলে নিয়ম করে
তুমি কার, আমি কার সব এক হয়ে গেল
নতুন করে সাজানোর গল্প
আবারও চাঁদ পাহারায়  জন্ম দিলে
একটা ভালোবাসার বৃত্তে।