ভালোবাসা দেহে বাঁচে না মনে বাঁচে
তোমার কি জানা আছে?


একপর্যায়ের ভালোবাসা নাড়ী ধরে বেঁচে থাকে
একপর্যায়ের ভালোবাসা জন্মভূমি নিয়ে বেঁচে থাকে।


অথচ ভালোবাসা কখনো কখনোও
বাতাসের মতো দৌড়েও বাঁচে।
শরতের আকাশে জ্বলজ্বল করে
ভালোবাসা কখনও  নির্ভয়ে বেঁচে যায়।


ভালোবাসা কবিতার শব্দে বাঁচে
অনন্ত জীবনের সাথে।


শৈশবের ভালোবাসার দিনগুলো
মাতৃহৃদয়ের জঠরে  বেঁচে থাকে
কৈশোরের ভালোবাসা  নানান টানাপোড়েন ও জীবন  ওঠানামার অফুরন্ত সময়ে বেঁচে থাকে।


হাত বাড়ালেই বন্ধু তবুও সত্যিকারের  ভালোবাসা
খোঁজে নিভৃতে।
ভালোবাসা বেঁচে থাকে জ্যোৎস্না ছায়ায়
বুভুক্ষু অনন্ত অনুরাগে।


ভালোবাসা বেঁচে থাকে ঘুমহীন চোখে গভীর রাতে
প্রিয়জনের স্বপ্নে


ভালোবাসা এলোমেলো
দেহ ও মন জানে।