আমার আনন্দঘড়াপূর্ণ হলে
আমার প্রতিভার  এক মুখ দেখি
যেখানে বিপন্নতার নতুন বিস্ময়ে
লাগাতার কেটে যায় দিন-রাত।


এইভাবে এক,দুই করে দিন,মাস, বছর
সুখের ভালোমন্দ
কিছুটা বিশ্বাসের নিঃশ্বাস নিতেই
দীর্ঘ লাইনে দুর্দিনের খরা।


নিয়মিত জীবনের রদবদলঃ আসি যাই সিঁড়ি ধরে
তবুও রঙিন কাঁচের দিকে দু'চোখ
ভালোমন্দ একসাথে রঙিন হয়ে উঠি
ভাঙা-চোরা , শাসক -বিরোধী সম্পর্কে।        


এতো ভালো থাকা ক্রমশ   আর একধাপ এগিয়ে
নিজের স্বার্থের উপহার দিই
মানুষের চোখে আমি অনুগামী
নীল স্বৈরাচারী এক বোধ কাজ করে।


এক ভালোমন্দের স্টেশন ছেড়ে
ছুটে বেড়াই উজ্জ্বল  নেশার ভালোমন্দ
চোখেমুখে আনন্দ বা আতঙ্কঃ ঝুলে পড়ে সময়
তারপর   একটানা করোনা পজেটিভ...