নদীকে তো জীবনের উপমা ভাবো
তাহলে তাকিয়ে দেখো গোটা চাঁদটা 
ঢেউয়ে টুকরো টুকরো হয়ে কাঁপছে। 
 
অজানা পরিযায়ীদেরও তো 
আস্ত ঘরে ফিরতে দাওনি
রেললাইন বা রাস্তায় পড়েছিল 
ছেঁড়া জামা, জুতো, হয়তো 
কারো ছিন্ন দেহ।
 
চাঁদের কি তখন চোখ বন্ধ ছিল?