'রক্ষকই ভক্ষক' - এতো  সবারই  জানা
নিশ্চয়ই  আপনারও জানা ছিলো?  
তাহলে আপনি  রাজনীতি  করে গেলেন?
হাতে অস্ত্র নেই, সাথে সেনা নেই
শুধু  কয়েকটি  কবিতায়!  ব্যাস?


সারি সারি উন্নয়ন  ঘাপটি  মেরে
জঙ্গল , পাহাড়  ও সমতল  ভূমিতে বসে
আর আপনি কিনা দলিতদের আর গনহত্যার  বিচার চান!
আপনার সাহস তো মন্দ নয়!
আপনি  দাসত্ব  স্বীকার  করতে পারেন না
সেটা  আপনার  দোষ
তা বলে যাঁরা  ক্ষমতার কাছে বিক্রি  হয়ে যায়?
তাঁদেরকে এভাবে  টানবেন  না।


জানেন না প্রতিটি  মানুষের  স্বাধীনতা আছে?
তা অবশ্যই আপনার  ব্যক্তিগত মতামত
যা আপনার  কবিতায় শাসকের  বন্দনা করেছেন


তা অবশ্যই পুরোটাই ভুল নয়
আমার কালে কিংবা  ভবিষ্যৎকালে...


শুনুন, আপনি তো  ভারাভারা রাও!


এই তো  চাই আপনার  কাছে
আপনার  কবিতার  অক্ষর  শুষে নিতে চাই
আমার কবিতার  স্বাধীনতায়
বাঁচিয়ে  রাখতে চাই
আপনার আর গোটা রাষ্ট্রের  জীবন  ইতিহাস !!