ভাষায় অনেক ঘর
ফুটপাত, ট্রেন লাইন, অলিগলি ও লাইব্রেরি
এক একটা অক্ষর কত শব্দ ঘিরে পথ বানায়
কত অক্ষর ছিটকে পড়ে ভাষা যুদ্ধে
প্রতিটি ভাষার উপর  দ্রৌপদীর ঘর তৈরি হয়
এসব পেরিয়ে আবার ভাষার ঘর খুঁজি
যেখানে  জ্বলে ওঠে আলোময় অক্ষরধাম


সেই আলোকে উনিশে মে'র কান্না শুনি
তবুও সেই  ভাষা উপত্যকায়  
নিজস্ব পতাকা হাতে  দাঁড়িয়ে ভাষা ঘরে।