কানপেতে শুনে  যাও
ঐ ভেসে আসে  ফুটপাত , হাসপাতাল  থেকে  স্বাধীনতার গান
ফুটপাতে  আনাহারে স্বাধীনতা কাঁদে
হাসপাতালে  শব স্তুপে স্বাধীনতা চেয়ে


চাওয়া  - পাওয়ার  ইতিহাসে
এমনই  স্বাধীনতা
যেখানে  দু'দণ্ড শান্তি  খোঁজে  গনতন্ত্র
লুট হয়ে যায় পাড়ায়  পাড়ায়
শহরের  ফুটপাত  আর বস্তিতে


এমনই  স্বাধীনতার গান ভেসে  আসে


প্রতিমুহূর্তে  স্তাবকতা  আর হায়নাদের  কামনায়
নখে, দাঁতে ছিঁড়ে  ছিঁড়ে  রক্তাক্ত শরীরে চেটে  চেটে খায়
আমার বোন কিংবা  তোমার মেয়ের শরীর
বিচার  হয় না আর - শুধু  সাধুবাদ


এই স্বাধীনতা!  
অতীতের  স্মৃতিতে
সেই স্বাধীনতা!


শুধু  সময় আর রাজার যাওয়া  আসা
স্বাধীনতার শুধু  ঢং বদলায়
পতাকা  বদলায় না


চোখে মুখে  আতঙ্ক গনতন্ত্র
স্বাধীনতা জিজ্ঞাসা  বুকে  থেমে


ভেসে আসে স্বাধীনতার গান...