আমি নিজেই নিজের নিয়ন্ত্রণ হারাই
কখনো  ভুল পথে এগিয়ে যাই
তখন আমার মনে নানান সংশয় দেখা দিলে
আমি কে ভুলে যাই


নিজের ক্ষতি নিজেই করি
তাতে অপরের কোনো দোষ দেখি না
আমার নম্রতা আর ভদ্রতার  সমস্ত স্পর্শ
অসহায় বোধ হয়


আসলে নিজের সমস্ত দুঃখ, বেদনা
অপরের কাছে বিশ্বাস নিয়ে
এগিয়ে যাই বলে


আমার জীবনের সমস্ত পথ
ভুলের প্রাচীর তৈরি করে...