ঘুরে দাঁড়াবার আর পথ নেই
তোমার চেনা রাস্তাগুলো ক্রমশ অচেনা লাগছে
তোমার বিশ্বাসী কথাগুলো  আজ ধারালো অবিশ্বাসী
আলোময় পথ আজ অন্ধকারে ঢাকা
তাই বলি এখনো সময় আছে
এইটুকু সময়ের আগে তোমার ঘরে যাওয়া ভালো
সেখানে নিজস্ব ঢং-এ ক্ষতগুলো সারিয়ে নাও
সেই তো তুমি যাবে
তাই বলি একটু আগে যাও


মানুষের বোঝার আগে যত্ন নিয়ে যাও
যেভাবে তোমারই তৈরি সৈনিক
প্রতিটি অমাবস্যার মধ্যরাত্রে কসাই সাজে
প্রতিটি পথে রক্তের ছিঁটে


তার প্রতিটি প্রতিশোধ সুদেআসলে তুলবেই
এসব তোমার অজানা নয়


সেই তো তুমি যাবে
তাই বলি একটু আগে যাও।