যাই একবার  গ্রাম ঘুরে আসি
কিছু স্মৃতি পড়ে আছে
যদি খুঁজে পাই
বুড়ো বট গাছের ঝুরি নামানো
বাঁশ ঘেরা বেদিটির উপর
কে যেন বসে থাকে রোজ  রাতে


শুনেছি লোকমুখে
ভুলে গেছি সেই মায়ের কথা
ঘুমপাড়ানি গানের সেই রাত


আমারই দোষ;  ভুলে যাওয়াকে
যেখানে মায়ের কপাল চুম্বন যাপন
সারা শরীর ভেসে যেত আদরে


সে সব আজ নেই;দোষ আমারই
এবার বারবার  যাবো
যদি কিছু স্মৃতি ফিরে পাই।