যখন দেখেছি আমি স্টেশনের ধারে ধারে 
সবুজ সংকেত ঘেঁষে 
কোলাহল মেখে ট্রেনটি চলে যায়
পড়ে থাকা পাথরের নীরব কান্না
সূর্যের তাপে তাদের কঠিন যন্ত্রণা 
আমাকে ভাবায় সারা বিকেল বেলা।


যখন দেখেছি আমি 
দিগন্তের ধারবেয়ে আকাশ পার হয়
সাদা সাদা বকেরা পাখনা মেলে 
নিয়ে আসে কত অজানা বিভা।


এসব আমি রোজ দেখি 
আর মিলিয়ে দিই কবিতার সাথে ট্রেন যাপন 
আর অক্ষরের সাথে পাথর
আর দিগন্ত ঘেরা মেঘের সাথে অভিধান ওড়াই।