আছি,আজও তোমার কঠিন ভাষায় হই জর্জর
যথাযথ স্নেহে অসংগতি ঘিরে জেগেছে  প্রশ্ন
আর্তি সব মুছে যায় প্রতিদিন — হৃদয়ে চর
অবহেলা - অপমানে মূল্যহীন আমি প্রত্যহ।


অমর্যাদা  করিনি, দিয়েছি শ্রদ্ধায় অমল উদার
তবুও যন্ত্রণায় ডুবে যাই তোমার ভাষার অধ্যায়
প্রতিশ্রুতি দিয়ে গেলে অভিপ্রেত জীবনে বিস্তার
শুধু পুত্র স্নেহের আশা  শূন্য  আজ অন্তর আমার।


আমাকে গ্রহণ করো এইটুকু প্রার্থনা আজ অবশেষে
তোমার হৃদয়ে বাঁচি, ভালবেসে পূর্ণ করো এ জীবন
অন্তরের বিবেক আজ ছুটে চলে তোমার উদ্দেশ্যে
এইভাবে রেখো পরিচয় দিও সন্তানের গৌরবে।


যন্ত্রণা দিও না আর — তোমার দু:খী ছেলের মনে
চিরকাল পিতার আশীষ দিও জীবনের শুভ উত্তরণে।