মাটির অলিন্দে তোমার হাঁটাচলা
সে মাটির গভীরে কত শেকড়-বাকড়
সবই তোমার চেনা মাটির আয়নায়    
এতো বড়ো আকাশ
সম্পূর্ণ তোমার কপালে
ভরে নিয়েছে  তোমার শব্দজ্ঞান


একটা সমুদ্র ছিল তোমার
তার শাখানদীর চরে  
ইচ্ছেমতো তোমারই চাষ - আবাদ


একটা ঘরে এঁঁকে ছিলে তোমার ভারতবর্ষ  
গোরার চোখে ছিল ঘেরা মানচিত্র
দৃষ্টি ছুঁয়ে প্রেমের সহবাস
যে মাটি তোমার কাছে বাসর সজ্জা


নবজাতকের  জন্মদিনে
পদ্মাপাড়ের উন্মুক্ত বাতাসে
উড়িয়ে তুমি  প্রবাসী হাওয়ায়


তোমার একটা মন ছিল
সেখানে  মৃত্যু ঝড়  এসে
তোমাকে কাঁদাতে পারেনি
সে মন কত তারা হয়ে   আজও জ্বলে


তোমার কথাগুলো  অনন্য ভাষাযাপন
প্রকৃতির ছায়ায়  সকাল, দুপুর, বিকেলের অনুভব
কবিতা ও গানের  সুরে
জেগে আজ মহাপ্রলয়ের নটরাজ হয়ে


তোমার এক -একটা  রচনার ভাষা
কতশত দ্বীপে শব্দ পাহাড় গড়ে
সব মাটিতেই তোমারই আবাদ
যে মাটি তোমার চেনা।